কখনও আমি বাস্তববাদী,
কখনও আমি কবি।
কখনও আমি গানের তালে,
আঁকি তোমার ছবি।
কখনও আমি নোটবুক খাতা,
কবর পাশে ব্যাঙেরছাতা।
তোমার শাড়ির আচলে মোড়ানো,
রঙিন সুতোর কাঁথা।
কখনও আমি অহংকারী,
ছুটে চলা এক টাকার গাড়ি।
যেখানে সেখানে গলাগলি করে,
কারো কারো মন কাড়ি।
কখনও বা হই ভিতু চুপচাপ,
অথবা রৌদের বিভীষিকা তাপ।
না হয় কারো নিষ্পাপ চোখে,
চলচঞ্চল অভিশাপ।
কখনও আমি রাস্তার ধুল,
মরে যাওয়া গাছে ঝরে যাওয়া ফুল।
অথবা কারো হৃদয় কাঁপনে,
সাদা পোশাকের দল দাফনে।
কখনও আমি খোলা চিঠি,
আবার থাকি কখনও বন্ধ।
আসলে আমি যখন যেখানে,
তখন সেখানেই অন্ধ।