সেই বিকেলে ক্রিকেট নিয়ে ছুটে চলা,
আর প্রিয় কোন ক্ষণে ঐপাড় থেকে ভেসে আসা মিষ্টি শব্দ হ্যালো।
একাধারে বলা যায়, শৈশব আর কৈশোরের লাগামহীন স্মৃতি।
অথবা লাটাই থেকে সুতো কাটা হারিয়ে যাওয়া প্রিয় ঘুড়ির গল্প।
সব যেন আজ ভুলতে বসেও,
ভুলতে না চাওয়া কল্প।
অল্প আলোতে এখন আর বই পড়া হয় না,
গল্পও নেই আড্ডা স্থলে।
অতিথি কলরবে সাজে না ঘর।
যে যার মতই থাকে, যোগাযোগ না রাখলেই পর।
কেউ আর ঘুম থেকে উঠে কুয়াশায় সবুজ খোঁজে না।
অথবা নানার বাড়ি যাবো বলে আগ্রহ নেই মনে।
দুঃসম্পর্কের দাদারাও আর রাগিয়ে তোলে না দুষ্টুমি করে।
এখন নাকি বয়স নেই, ভুল শুধরে দেওয়ার হাত ধরে।
অথচ ভুল এখনও হয়, কলমে নয়তো কিবোর্ডে।
চক-ডাষ্টার, পেন্সিল আর চলে না, দোষ ত্রুটি যে ছাড়িয়েছে সীমা।
অল্প দোষে হয়না মাফ, আবার কারো কারো খুনেও হয়না পাপ।
বৃদ্ধাশ্রমও বাড়ছে বেশ, আর সম্পর্কে খুব হচ্ছে বিচ্ছেদ।
লক্ষ্য ছেড়ে যে যার পিছনে করছে লক্ষ্যভেদ।
আনন্দের দিন শেষ, চোখ ঝাপসা হলেই স্মৃতির পা খোড়া।
কিছু যন্ত্রের ফাঁদে পড়ে আজ আমাদের মস্তিষ্কে বিষ ফোড়া।