আমি মূর্খ আছি তাই,
জীবনের ছোট্ট পরিসংখ্যানে বড়সড় ভুল করে বসি।
সিদ্ধান্তহীনতায় মনেমনে হ্যা-না অংক কষি।
আমি মূর্খ আছি তাই,
প্রতিটা অক্ষরে ভুল হয়, একেকটা বর্ণ খুব অসহায়।
চলার পথে বেগতিক সংশয়, ভবিষ্যৎ নিরুপায়।
আমি মূর্খ আছি তাই,
আমার জন্য, তোমাদের নিয়ে ঠাট্টা চলে জনতায়।
মিথ্যের আশ্রয়ে মুখ ফোটে অথচ মান চলে যায়।
আমি মূর্খ আছি তাই,
শিক্ষিত সমাজে মাথা তোলা কথা গুলো নুইয়ে পড়ার ভয়।
চিৎকার করে জানানো প্রতিভান্বিত মন জড়সড় হয়ে রয়।
আমি মূর্খ আছি তাই,
প্রিয়জনে প্রয়োজন মেনে, কাছে টেনে দূরে ঠেলে।
সুশীল মধুর কন্ঠে কাউকে ভাসাতে পারি না তেলে।
আমি মূর্খ আছি তাই,
অতীত নিয়ে থাকি, স্মৃতি গুলো গায়ে মেখে সুখ পাই।
বর্তমানকে করি আলিঙ্গন, চলমান সময়ে নেই ঠাই।