তোমার কাজল কালো মেঘ,
আমায় ছুঁয়েছে আধেক।
আর আধেক আমার ভাল লাগার,
আকাশ কুসুম কল্পনা।
তোমায় ভালবাসে মন
অনেক বেশি, অল্প না।  
চোখের কোণে লেগে আছো,
নজর যেন নামছে না।
তোমায় নিয়ে অহেতুক ভয়,
হরহামেশায় থামছে না।
চোখের কাজল, মুখের হাসি
হৃদয় থেকে নামছে না।
হঠাৎ দেখে বুক কাঁপনে,
অন্য কেউ থাকছে না।
মনের পথে হাটছি আমি,
বাড়াচ্ছি তার জল্পনা।
তোমায় ভালবাসে মন
অনেক বেশি, অল্প না।    
তোমার খোঁপায় শিউলি ফুল,
আমার মনে বসন্ত।
গালের টোলে চোখ পড়তেই,
হঠাৎ হৃদয় অশান্ত।
ডাইরির পাতা, কবিতার খাতা
কোথায় তোমার অভাব।
কলমটাও আমায় ছেড়ে
তোমায় লেখার স্বভাব।
তাই লিখছি আমি মনের পক্ষে
সত্যি হোক তার জল্পনা।
তোমায় ভালবাসে মন
অনেক বেশি, অল্প না।