পরম প্রিয়,  আমি তোমায় এতটুকু ভালবাসতে পারি নি।
যতটুকু বাসলে বাবা- মা, পরিবার ছেড়ে তোমার হওয়া সম্ভব।
তোমায় আমি এতটুকু মূল্য দিতে পারবো না!
যতটুকু মূল্য আমার পরিবারের কাছ থেকে ১৮ বছর ধরে পেয়ে আসছি।
তোমার কি মনে হয়না, ১৮ বছরের নিঃস্বার্থ মায়ার কাছে,
তোমার আবেগ জড়ানো সুখ বিলাসী প্রেম কেবলই মুখোশ মাত্র।
আমার অবাক লাগে, মানুষ কিভাবে অসুস্থ থাকা সময় ভুলে যায়।
কষ্টের সময় নাকি মানুষ ভুলতে পারে না,
আমার মায়ের ঘুমহীন সেবার বিসর্জন আমার ভুলা হয় না।


পরম প্রিয়, আমি তোমায় চাইলেই ভুলে যেতে পারবো!
কারণ তোমার দেয়া প্রেম, আর আমার পাওয়া প্রেমে আকাশ পাতাল ব্যবধান।
আমি পেয়েছি, আমার নাম আর জন্মস্থান।
পেয়েছি মুখের ভাষা, শাসনের হাতে শিক্ষা।
এই যে আমার আচরণে নাকি তোমার মুগ্ধতা,
এই আচরণও অনেক যত্নের।
তাহলে তুমিই বল,  সূর্যের আলো ছেড়ে বৃষ্টির টানা সুখ কয়দিন লাগে ভাল।


পরম প্রিয়, আমায় তুমি স্বার্থান্বেষী ভাবতেই পারো!
এমন জেনে শুনে, সুখ ছাড়তে না চাওয়াটা স্বার্থই হতে পারে।
কিন্তু সেই স্বার্থে আমি তোমায় ছাড়বো,  পারবো না ছাড়তে পরিবার।
এটা কখনো তোমার প্রেম মনে নাও হতে পারে,
তবে তোমার ঘরের কেউও যদি, অন্যের দুদিনের মায়ায় পড়ে তোমাদের ছাড়তে চায়।
তাদের জন্য তোমার কাছে থাকবে কি কোন উপায়?


পরম প্রিয়, তোমার ভালবাসা খুব আদরে মোড়ানো উপহারের চেয়ে কম নয়।
কিন্তু সেই উপহার হতে পারে স্মৃতি জড়ানো সম্পর্ক আর পরিবারময়।
আমার মতে আগে বাবা- মা কে জানিয়ে, পরের সম্পর্কই ভাল।
তাহলে হারানোর ভয় থাকে না।
ভালবাসা এমন হওয়া উচিত নয়, যেখানে হারানোর চিন্তা লালন করতে হয়।
আবেগে নয় বাস্তবতার পথে পা বাড়িয়ো,
সত্যি তোমায় হারাতে চাই না, তুমি যে পরম প্রিয়।