তোমার জন্য ভুলকে শুদ্ধ করে
জনতার উচ্চস্বরে,
নিজেকে সঁপেছি বারবার।
তোমার জন্য বাতাসে চুল খুলে
অথবা মনের ভুলে,
বন্ধ করেছি কারবার।
তোমার জন্য শান্ত আমি
কখনো হইনি ক্লান্ত,
অপেক্ষা করে আছি।
তোমার জন্য মনে হয়
সব হলে তুমিময়,
আরো কিছুদিন বাঁচি।
তোমার জন্য নীলপদ্ম হাতে
কোন এক প্রভাতে,
দাঁড়িয়ে থাকবো অপলক।
তোমার জন্য অশ্রুকে ভাববো বৃষ্টি
সুখ করবো সৃষ্টি,
শত কষ্ট আসুক।