আমি ফিরতে চাই,
আমার ছোট বেলায়।
যে বেলায় অতি আনন্দে,
করেছিলেম মাঠে খেলা।
আমি সেই বেলায় ফিরে যেতে চাই,
যে বেলায় মায়ের আদরে,
ভরে থাকত আমার মন।
আমি সে বেলায় ফিরে যেতে চাই,
যে বেলায় বাবার সাথে
চিনেছি আমার গ্রামের পথ;
দেখেছি বাতাসে ঢেউ খেলা
অসম্ভব সুন্দর সেই ধানের মাঠ।
আমি সে বেলায় ফিরে যেতে চাই
যে বেলায় ধরেছিলেম,
বিলের ছোট ছোট মাছ।
আমি ফিরতে চাই,
আমি সেখানেই ফিরতে চাই।