আড়ালের রাজ্যটা এত রহস্যময়ী
যেথায় নির্বাক প্রতিধ্বনির অবাধ আনাগোনা,
উপমায় সাজতে গিয়েও যেন পথহারা পথিক
অবশেষে দায়িত্ব তার যুগান্তরের প্রহর গোনা।


আড়ালের রাজ্য যেন গহীন বালুচরে নিভৃত
যেথায় স্থানহারা হল এক স্বপ্নচারী অভিনিবেশ,
প্রত্যাশা শুধু এক প্রলংকারী ঘূর্ণিঝড়
যা দূর করবে সমস্ত অনিশ্চিত জড়তার সমাবেশ।


আড়ালের রাজ্য যেন মেঘাচ্ছন্ন নির্ঘুম আকাশ
যেথায় পাড় বেধেছে কিছু অভিমানি মনের মেঘলা দৃষ্টি,
দৃষ্টিদোয়াতে লিখছে কতশত নীশিথের কাব্য
যার অভিলাস শুধুই বাকরুদ্ধ মেঘের স্বপ্নময়ী বৃষ্টি।


আড়ালের রাজ্য যেন ভূমিষ্ঠে লুটানো উপন্যাস
যেথায় পাতাবন্দি হয়েছিল হাজারো অনুভুতির মোহনা,
ধুলোচাপায় শেষ ঠিকানা বুঝি অবহেলিত বইয়ের তাক
এক কোমল স্পর্শ যেন তার দখিনা মনের স্বর্ণালি গহনা।


আড়ালের রাজ্যটা যেন আড়ালেই ঢাকা
স্বপ্ন কিছু সঞ্চিত যা  রঙতুলির আচড়ে আকা,
ইচ্ছে যেন চড়ুইর ডানায় মেলাবে পাখা
তবুও রাজ্যটার যেন চুপিসারেই আড়াল হয়ে থাকা।