তোমার ওই মেঘলা আধাররূপী-
ঘনকালো কেশে
নিস্তব্ধ সন্ধ্যা নেমেছিল-
কোন এক শূন্য আবেশে,
সূর্যাস্তক্ষণও হেরেছিল-
সেই স্নিগ্ধ পরিবেশে,
বুঝি প্রেমলগ্ন বইছিল-
কোন এক অচেনা ছদ্মবেশে।


তোমার কাজল দৃষ্টি-
যেন পাড় বেধেছিল ওই তীরে,
চড়ুই হয়ে যেতে চাইছিল মন-
সে দৃষ্টির নীড়ে,
যদিও হারানোর ভয়-
তোমার সে মায়ার ভীড়ে,
তবুও প্রত্যাশা তড়ীটা ভিড়বে -
তোমার স্বপ্ন কুটিরে।


তোমার দৃষ্টিদোয়াতে সেজেছিল-
এক অপূর্ণ ডায়েরী,
কাজলকালো আভায় জমেছিল-
কিছু বাকরুদ্ধ শব্দমালা,
কবিতা কিছু ঝড়েছিল-
তোমার হাসির ছন্দানুরূপে,
পাতাবন্দী হয়ে-
না বলা কথার কাব্যমালা।