একটু খানি রোদ
ঝলমলে তার অনুভুতি,
দাবদাহ তার নিত্য খেলা
হিংসে-বিদ্বেষই তার পরিনতি।


একটু খানি মেঘ
সঞ্চিত শতসহস্র আবেগ,
নির্বাক শব্দ বুনতে বুনতে
গর্জিতরূপে করে গগনভেদ।


একটু খানি বৃষ্টি
বিন্দু বিন্দু তার বহিঃপ্রকাশ,
অসীম জলধারায় ভাসিয়ে তোলে
এ নগরীর বিষাদ শ্বাস।


একটু খানি ঝড়ো-হাওয়া
ভাঙচুর যেন তার উন্মাদনারূপ,
দিক বিদিক হয়ে উদ্দেশ্যহীন বেগে
বদান্যতায় আনে সর্বনাশা ধূপ।


একটুখানি প্রকৃতির গান
বর্ষা-মেঘের সম্মিলিত ঐকতান,
বেজে যায় কোটি হৃদয়ের বুকে-
অসীম ভালোবাসার প্রেমালো সুরটান।