ভালোই তো হত,
যদি এমনটা করা যেত-
মেঘের ভাজে আড়াল হয়ে
ভাসতাম চিলের মত।


মেঘের গর্জনের সাথে মিলিয়ে সুর,
জানাতাম পৃথিবীকে-
আমি আছি বহুদূর।


যদি পারি
ঝড়বো বৃষ্টি হয়ে,
শূন্যে মিলব বাতাসে বয়ে।


আর না হয়,
থেকে যাব মেঘেদের এই দেশে-
ভেসেই বেড়াব আজীবন-
মেঘের ছদ্মবেশে।