কিছু স্বপ্ন আঁকে মনের ভাজে,
আশাগুলো আজ অব্যক্ত তার-ই মাঝে,
নীলাভদৃষ্টি হারায় এক কাজলচোখের খোজে,
তবুও বাস্তবতা আজ এক অসম্পূর্নতার সাজে।


কিছু অভিমানী ইচ্ছে আজ পাহাড়ের চূড়ায়,
অপেক্ষা যেন অভিমানী দেয়ালটা ভাংবে অবেলায়,
ইচ্ছেনদীগুলো বুঝি মিলবে আশার মোহনায়,
তবুও বাস্তবতা কেন এমন নিষ্ঠুর প্রতারণায়!


কিছু জোছনা  ঘর বাধে এক অপূর্ণ হাসিতে,
বায়না যেন বাশুড়ি হবে সেই সুরেলা বাশিতে,
মুগ্ধ যখন চারপাশ সে সুরের প্রতিধ্বনিতে,
বাস্তবতা যেন ব্যাস্ত সেই জোছনা কাটাতে।


কিছু আবদার এক ঘনকালো কেশের আভাশ,
সেই বেখেয়ালি দোলায়িত কেশের স্নিগ্ধ সুবাস,
তর্জনিটা খুজে ফেড়ে অবাধ্য কেশের চারপাশ,
বাস্তবতা বলে "কাঠিন্যতায় যে তোমার বাস"।