অবাক মুগ্ধতার সেই নির্বাক অনুভূতি
যেন ত্রিমোহনায় মিলিত হওয়া খরস্রোতা নদী।
উথাল পাথাল ঢেউ যেন নিত্যদিনের ঘটনা
আলসেবেলা ডুবিয়ে নেয়া যেন তার প্রিয় বাসনা।
অবেলার মাতাল শ্রাবণ যেন হঠাৎ উদীয়মান
তীব্র আশার ক্ষীপ্ত প্রদীপ যেন অসময়ে নিভুমান।
আধারের আলোক টিপ, যেন সেই নিভৃতের প্রদীপ
যত্ন যেন সেই প্রদীপ নিভে না হয় ধূসর দ্বীপ।
অপেক্ষা শুধু এক নীশিথের মায়াময় শান্ত দীঘী
চাদের জোৎস্না ডুবে যেখানে ছড়াবে মায়ার নীশী।
অদূর দৃষ্টি যেন আবছা কুয়াশার চাদড় ঢাকা
স্বপ্ন যেন সেই মায়া যা রংতুলির আঁচড়ে আঁকা।