ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত কিছু শিশির কণা
উদ্দেশ্য তাদের যে এক ফোটা বিন্দু বোনা।
শিশির ভেজা ময়দান পেরিয়ে যখন ঊঠে যায় পাতার শীর্ষে,
সূর্যের আলোক হাসিতে তখনএকটু খানি হিংসে।
অপেক্ষমাণ কণা যখন হয় এক ফোটা বিন্দু,
অপরূপ প্রকৃতির সৌন্দর্যতা বেড়ে দাঁড়ায় এক বিশাল সিন্ধু।
পৃথিবীর সব অবাক মুগ্ধ দৃষ্টি যেন পাড় বাধে সেই বিন্দুতে,
সূর্যের আলো তখন উজ্জ্বল হয় হিংসে আর ক্রোধে।
উত্তাপ একফালি সূর্যালো যখন এসে পড়ে শিশিরবিন্দুতে,
অবাকমুগ্ধতার দৃষ্টিধারী শিশিরবিন্দু যেন
ঝড়ে যায় অকালেতে।
হাসিয়া হাসিয়া সেই শিশিরবিন্দু নেয় বিদায়
এই ভেবে যে -
পৃথিবীর সবথেকে শক্তিশালি সূর্যের দৃষ্টি
আমি পেয়েছি বোধ হয়।