ভোরের কাগজেও এখন মৃত্যুর মিছিলের উত্তাল স্লোগান,
যেন দোয়েল চত্বরে ফাঁদ এটে আছে অবাঞ্চিত জীবনযান।
কাগজের ঠোঙার মতন বাসচাপায় প্রতিনিয়ত লেপ্টে যায় কতশত অন্তরালের হিসেব,
ফুলারের নিয়ন ধরাশায়ী নিস্তেজ ভাষা মধ্যরাতের আত্মচিৎকার হয়ে মিলে যায় যেন কিসে।
তবুও প্রতিদিন আঙুলে আঙুল ঠুকে হিসেব কষে
টিএসসির মোড়ে এসে জেগে যায় মুখোশধারী এ নগরী,
দেখতে পাই,সোহরাওয়ার্দীর জনসমুদ্রের মত পরিচিত মানুষের মাঝেও প্রচুর অমানুষের লহরী।
হিসেব ক্লান্ত পথিক আমি খুজে ফিরি
মানবভাষা,মন ও মাটি,
অবশেষে ব্যর্থতা নিয়েই গাঁ ঢাকা দিয়ে-
ধীরস্থ পায়েই শহরজুড়ে ধীরে ধীরে হাটি।
হেটে হেটেই বিজ্ঞাপন ছড়াই, কোথায় মানবতা?
সে যেন কর্পূরের মতনই বাতাসে মিলেছে,রূপ নিয়েছে শহুরে বাস্তবতা।