তোমার আমার এই ক্ষণিক দৃষ্টিমিলন,
শুধুই কি সেটা স্বপ্নের-ই আয়োজন..?
চোখ বুঝলেই তবে সে হাসিতে আমায় পাই,
যান্ত্রিক বাস্তবতায়-ক্রান্তিলগ্নের ঘনঘটায়-
আমি যেন তোমার চোখের সামনেই  হারাই..!
স্বপ্নেই বোধ হয় তোমাতে আমার কাল্পনিক তুমিটা আকি,
ভালোবাসার আবদারে যে আমায় বলে-
"অমৃত ভেলায় যদি আমি নাই বা থাকি!!?"
হঠাৎ আলসে বেলায়, কাঠিন্যতার মেলায়
তোমার চোখে খুজে পাই অচেনা অজানা আভাস-
যে মায়াবী চোখেতে সে রজনীতেও ছিল-
আমার অসীম ভালোবাসার নিবাস।
স্বপ্নে যেন তুমি স্বপ্নময়ী ভালোবাসা
যা আমি প্রতি রাতে রঙতুলি দিয়ে সাজাই,
বাস্তবতার তুমি হে অবুঝ নারি, "শোন"
"তোমায় ঘিরে এই হৃদয় ভালোবাসায় বোঝাই"।