ছোট্ট একটি পৃথিবী গড়ব
ছোট্ট করে বাধব ঘর,
এক বুকেতে ছোট্ট পিঞ্জিরায়
গড়ব বিশাল মায়াবী ধর (পাহাড়)।


ছোট্ট একটি শহর গড়ব
চিরসবুজ হবে যার মায়া,
বিষাদ ক্লান্তিতেও সে শহরের কোকিল
বাধবে সুরের ভালোবাসার ছায়া।


ছোট্ট একটি গ্রামও গড়ব
সরলতার বাধন আটব প্রতি হৃদয়ে,
অসম জটিলতার বিষম ধাঁধাও
ব্যর্থ হবে সে বাধন ভাঙনে।


হয়ত গড়ব এক বিশাল প্রাচীর
ঘেড়াও করব আমার গড়া সমাজ,
বিষাক্ত রাজনীতির ছোবলের বিভীষিকা-
যেন অচিরেই দমে যায়,সাথে দূর্নীতির কুচকাওয়াজ।


হয়ত গড়েও ফেলতে পারি বিশাল সমূদ্র
যার ঢেউয়ে থাকবে মানবতার স্বাক্ষর,
মানবদরদে ভাটিয়ালী গাইবে প্রতিটি তরী-
বৈঠা প্রবাহে থাকবে সুখ দুখের অমিত্রাক্ষর।


গড়ার সাথে থাকবে ভাঙনের খেলা
ভাঙব স্বার্থপরতার যোজন-বিয়োজনের মেলা,
ভেঙেচুড়ে সব হিংসা-বিদ্বেষের দেয়াল-
সূর্যালোতে হবে দূষণমুক্ত প্রতি বেলা।


ভাঙব কিছু নিষ্ঠুর প্রাচীর
অভ্যন্তরে রয়েছে যার হাজারো রক্তছাপ,
মশকরূপী রক্তচোষারাও যেন-
পাবে না রেহাই,নাই যে মাফ।


ছোট ছোট এই স্বপ্নগুলো
ভাঙন-গড়ন তার প্রিয় খেলা,
ভাঙতে ভাঙতে গড়তে গড়তে
আনবে একদিন অবিরাম সুখের মেলা।