প্রিয়তমা!
শরৎ এসে গেছে অথচ তুমি আমায় বলো নি!
কি অদ্ভুত!  নিয়ে যাওয়া হবে কি সেই কাশফুলের বনে..
মনের গহীন থেকে গহীনে, সবই বুঝি অন্তরালে..
কিন্তু সেই সামর্থ্যটুকু আমার কই?


কাশফুলের বনে ওরা যায় নীল সাদা পাঞ্জাবি আর শাড়ি পড়ে,
আর আমার বছর যায় বহু প্রতীক্ষায় অপেক্ষার প্রহর গুনে গুনে..


যাওয়া হবে কি আদৌ সেই কাশফুলের বনে?


ওগো প্রিয়তমা, শরৎ যে এসে গেছে ।