যেন একখণ্ড স্বর্গ,
উত্তরে স্রোতস্বিনী তোর্ষা
শস্য শ্যামলা সবুজ বিস্তৃত সমভূমি।
জীবন সেখানে সরল, মাটির মত সীমাহীন,
গাছপালার থেকেও তরুন
বয়ে চলেছে বায়ু প্রবাহের মত -


গ্রামের পথে, নিয়ে চলো আমায়
মাতৃভূমি, সবুজে ঘেরা গ্রাম আমার ঘোকসাডাঙ্গা।


স্মৃতির পাতায় চির উজ্জ্বল,
গ্রামের মেঠো পথে, ধান ক্ষেতে
কৃষক ভাইদের মনমাতানো ভাওয়াইয়ার
সুর তোলে মাটির গন্ধ মেশানো গানে।
দক্ষিণে মমতাময়ী দোলং এর বহমান ধারায়
সাদামাটা জীবনধারার উপকথা ঋত ।


গ্রামের পথে, নিয়ে চলো আমায়
মাতৃভূমি, সবুজে ঘেরা গ্রাম আমার ঘোকসাডাঙ্গা।


বসন্তের ফাল্গুনে তরুন কচিকাঁচাদের
প্রানের উৎসব রঙিন চাদরে মুড়ে দেয়,
দিগন্ত জোড়া নীলাকাশ।
গাঁয়ের এককোণে শুভ্র বালুচর বিস্তৃত লাফাবাড়ি -
বয়ে নিয়ে আসে নিশ্চল বনানী বৃক্ষরাজির
পাতাঝরা স্নিগ্ধ বারিধারা , মাটির ঘ্রান।
খোলা জানালায় চোখ রেখে দেখো ঐ যে --


গ্রামের পথে, নিয়ে চলো আমায়
মাতৃভূমি, সবুজে ঘেরা গ্রাম আমার ঘোকসাডাঙ্গা।