মন কেমনের স্নিগ্ধতা ছড়ানো পূর্ণিমা জোৎস্না                                     কুড়াবো  বলে বেরিয়েছি ;
ভালোবাসায় ভালোবেসে ভালোবাসব বলে তাই-


সারা সকালটা রং আবিরের শব্দে শব্দে নিজেকে মেখেছি
আগুনে রাঙা পলাশ ফুলের মালা বেঁধেছি                                তোমার বিনুনির প্রেমে পড়ব বলে
যত্ন করে রাখা এককোণে একমুঠো আবির
মুচকি হেসে তাকালাম অনেক মুহুর্ত
তোমায় জায়গা দিলাম দেবতার আগে
নীলকণ্ঠপুরের মাইলস্টোন থেকে সাত মিনিটের রাস্তা
দেখলাম আকাশটা রং জোৎস্নায় নিজেকে এক মোহ রং এ মাখিয়েছে
তোমায় ভাবলাম আর মনে হল সেরা আগুনে পলাশ মুহুর্ত;
কৃষ্ণচূড়া আর বেলাফুলের মুগ্ধতায় স্নান সেরে
পোঁছোলাম তোমার কাছে;
কোকিল কুহু শব্দে  আর ও অনেক প্রেম মনে পড়তে পড়তেই   -        
    হঠাৎ ঘুম ভাঙল;
ঘড়িতে ঢং ঢং করে সকাল সাতটা বাজল
মুহূর্তটা তখন এক পৃথিবী ছাই
তুমি তো নেই;   কবেই ছেড়ে চলে গেছো -
চোখের দৃষ্টিটা তখন দূরে কৃষ্নচূড়া ফুলের গলায় ফাঁস আটকেছে
তবুও দৃষ্টিটা অনেক  মুহুর্ত  তাকিয়েই থাকল-