বক্ষবিভাজিকার বস্ত্র সিফন সাদাটে,
কাম-জোছনার কাতরতাপূর্ণ মোহময় খেলা নীল বিষের মতো উপছে পড়ছে,
কোমরের পাটতনে হোলির রং-উৎসবে মাখামাখি যৌবন নৌকো,
বটঝুরির মতো আঙুলের মত্ত ইশারায় আবিষ্ট মন
রাক্ষুসে ভাটার মতো টেনে নেয়,
বিদিশার নিশার মতো মেঘকেশে আধুনিক রঙ্গসজ্জা,সারা চোখ-মুখে স্রাবস্তীর অমোঘ উপেখি কারু,স্বল্প পসারে দুলকি চলন অনেক ফুলের ডালিতে সুর জেগে ওঠে মনের উঠোন পাড়ায়, তুমিময় রেশ রেশমি বানিজ্য খেলে সাররাত,
সূর্যের নরম আলোয় নরমেধ শেষে চাঁদ তখনও ডুবে যায় নি, দুইয়ের মাঝে ব্যবধান ঘোঁচে না কিছুতেই,এই অবেলায় কে এসে হাত ধরবে
তুমি ছাড়া...