১)এই অনুরাগ ভালো লাগে, তোর'পর অধিকার।
কে কি ভাবলো তাতে বয়েই গেল আমার।
ছল করে হাত রাখিস কাছে নিবি বলে।
অসময়েও কাছে থাকিস যাস না দূরে চলে।


২) বৃষ্টির ফোঁটা তোকেও দিলাম, দিলাম তোর কয়েকটি ভাজে।
ভেবে দেখ অকর্মণ্য নই আমি, আমাকেও কিন্তু লাগে কাজে।
কে বলেছিল তোকে যে আমি খুব বাজে!
সবার মতো বললি তা, তোর কি তা সাজে?


৩) মা আমার ফুচকা ভাজে, ভাজা ভাজা শরীর।
ছেলে তার মাস্টার  এখন, বুদ্ধ মহাবীর।
হাত পোড়া গা পোড়া, পোড়া আস্ত মনও।
অহরহ পুড়ছে তবু, সংসার ছাড়েনি কখনও।