উঁচু টিলায় বাঁশের টং ছনের ছাউনি
রোদমাখা বর্ষার জলে মৃদু হাতছানি
রাতে জোছনার ঢেউ দেয়ালে মাখামাখা
দূরে আউসের ক্ষেত  সোনালী রঙে আঁকা
পৃষ্ঠা ভেজে বৃষ্টিতে ফসলের গন্ধ বুকে
এবার গোলা না ভরলে কী বলবো মাকে