সেও অনেক কথা,
শোনার সময় কার অাছে বলো!
তোমাকেই শোনাতে পারলাম না,
মনের অনেক কাছে থেকেও,
বুকের ঢেউ-র আঁচ করতে পারলে না।
তবু ভোরের শুরু হয়েছিল
মন্দিরের ঘন্টা আর উলুতে,
আত্মা এক হয়েছিল কম্পন হাতের সিঁদুরে,
অনেক চোরা গলির পথকে,
গঙ্গায় হাওয়ায় দূরের নৌকায়
মন পাড়ায় পাড়ি দিয়ে
ফিরে দেখেছিলে কোনোদিন!