রকেটের, বোমার,গুলির আকাশ
হাসাহাসি করে এখন
মানুষ পাশ ফিরেছে,
বাঁক হারিয়েছে বাঁকে,
সাহসালি শক্তির সততা ভিরমি খেয়েছে
কাটা ঘুড়ির মতো।


আছড়েপড়া রকেটলঞ্চারে স্কুলবাসের
ছাত্রদল শেষ।
পাশ দিয়ে চলে যায় অন্য গাড়ি
প্রতিদিনের মতো
এতটাই নির্লিপ্তি যে ফিরে তাকায় না কেউ।


এতো বিকৃত লাশের মিছিল,এতো রক্ত
এতো অমানবিক গাঁ, শহরতলী
আগে কখনও দেখেনি জাগির হোসেন
রাত জেগেও কবর খোড়া
শেষ হয় না তার


পাইনের পাতায় বারুদের পোড়া গন্ধ
পাহাড়ের গায়ে ঘাম গেছে শুকিয়ে
লতানে নদীগুলোর নীলজলে
কাঁচা-পচা মাংসের বিশ্রী  গন্ধ


মেঘের ডানায় আমি বৃষ্টি জমাই
ভেসে যাই এক মেঘ থেকে অন্য মেঘে
এক আকাশ থেকে অন্য আকাশপথে
সব দাগ মুছে দেবো বলে।