ওর নাম মাধা,বাড়ি ইংলান্ডে
বাপ-দাদারা থাকতো এদেশেই
এখন বছরে একবার আসে ওর বন্ধুর বাড়ি, সে ভারতীয়
ওরা একটি স্কুল চালায় পরম্পরাসূত্রে।
মাধার এক অদ্ভূত সখ আছে
সে টয়লেটের প্যান বাদ্যযন্ত্র হিসাবে
অপূর্ব সুরে বাজিয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে।


সেদিন  স্কুলের জন্মদিন
মাধা এসেছিল যথারীতি প্রতি বছরের মতো
স্কুলের মেয়েরা বিভিন্ন মডেল করে রোড শো করেছিল সেদিন
একদল ছাত্রীরা আগুন নেভানোর,
কোনো দল কারেন্টের সতর্কতার মডেল করেছিল
আরও কত কী
একটি বাচ্চা মেয়ে তো মাধার নাম ধরেই ডেকে ফেলল
মাধার সে কী আনন্দ
এদেশের একটি শিশু তাকে চেনে
এতো ভালোবাসার ডাক আগে কখনো শোনেনি মাধা
সে কথা তার বন্ধুকে জানিয়েছিল মাধা
এদেশে একেবারে থেকে গেলে কেমন হয় মাধা!
তোমায় যে প্রতিনিয়ত  অনেক ভালোবেসে একজন ডাকে
সে ডাক কি শুনতে পাও না!
সে কে জানো?
যার বাড়ি প্রতি বছর একবার আসো,
যে তোমার পথ চেয়ে থাকে
যে তোমার মাধা নাম দিয়েছে ভালোবেসেই, সেই...
তোমার বন্ধু আমি।