বীজের ঝাঁজ গহিন গনিতের গড়পরতায় আজ ভরা
সূর্যমুখীর আহ্বান হলুদগাঁদার পাপড়ি ছুঁয়ে দিশাহারা
একসাথে সাথী হবে বলে গান বাঁধল বাউল-তার
ভাঙা নৌকায় অপারক নাবিক ছড়াল শেষ আঁধার
ঘরের ভিতর ঘুনধরা গুমোট গল্প প্রশ্নের ছড়ি হাতে
সব অবসর ভাঙ্গবে বলে পুনর্জন্ম কথা বলে ওঠে
মন আনত হয়ে আসে ভাসানের অপার জাগরণে
ইচ্ছার জিওনকাঁঠি মৃত ছিল কি না কে জানে!


তবু পথের কথারা আবার আবাদযোগ্য হলে,
সিন্ধু-লিপিকর সব রহস্য উন্মোচন করলে,
নতুন খাতায় লিখো না আমার নাম... ভালোবাসি