সরল অংক,তবু অংক বলেই জটিল
কথা ওঠে কত সব ব্রাকেটের
সেগুলি উঠে গেলেও মেলে না কত হিসেব
উত্তর... আরও কত কিছু
মন সরল রসে সরে না, সর পড়ে না দীর্ঘ জ্বালানিতেও
সব বশ হয়ে যায় লুকোনো হুলোর কাছে
হুলগুলো নিয়মে বেধে রোমে রোমে মরমে মরমে
দেশ থেকে দেশান্তরে... দেহান্তরে
ভালবাসা থেকে বিদ্বেষে, শেষের প্রবল বাদ্য-নিনাদ প্রতিক্ষণ... ,কত ভাগ আমার,  কত দিলাম আর হাতে রইল কত
অংকের এই যদি গতি, তবে কি অংক সরল থাকে!