বদলে যাচ্ছি,বদলে গেছি দুজনেই
তুই ইচ্ছে করে, আমি বাধ্য হয়ে, বিশ্বাস হারিয়ে।


কত পথ হারিয়েছি,অচেনা পথের ধারে
সেই স্মৃতি থেকে গেছে এই হৃদয় জুড়ে।
একদিন তুই ছিলি এই মন ছুঁয়ে
এখন চিনতে পারি না, তুই কি আমার সেই চেনা মেয়ে।


পাথরে পাথরে অজানা কত আগুন
বসন্তে ছিলো কত পলাশের ফাগুন।


তারাখসা দেখেছি, নীরব রাতের আঁধারে
আবীর রাঙা মুখখানি,দেখেছি বারেবারে।
একদিন এসেছিলি, বহতা নদী হয়ে
এখন চিনতে পারি না, তুই কি আমার সেই চেনা মেয়ে।