কথারা ঘুমোবার আগে ধুলোর সাথে গড়াগড়ি খায় আরেকবার,
কাল যদি এই সুযোগ হারাই
অনেক পথ চলতে চলতে লুকোনো গোপন কথা
যে চোখে  হিরের মতো ধরা পড়েছে
স্ফটিকস্বচ্ছ্ব বেদনা তারাখসার মতো ঝরুক
সে তারায়।


পবিত্র প্রার্থনায় আঁচল পাতো গর্বে
লেখার গন্ধে, শব্দে খুঁজে পেতে পারো
কোনও নিজের ভুলে-যাওয়া ঋণ
কথা দেওয়া ধূসর পাতা
সর্ট ওয়েভ ডায়াথার্মির উষ্ণতায় জাগতে পারে মরা নার্ভ
গঙ্গার হাওয়ায় ভেসে আসতে পারে চুপকথা
কেঁদো না,,,
পথ চলো, পথিক হও, মোড়েই নির্দেশ আছে।