নিত্য কাজের শেষে
মনটা আমার বলল এসে,
আর ভালো লাগে না
এক ঘেয়েমি !
সদাই যেন বন্দী আমি।
চেয়ে দেখ পাখীরা বাসায় ফিরছে
হালকা হাওয়ায় অপরাজিতা
কেমন দোল খাচ্ছে।
রাঙা পায়ে গৃহবধূ
ছোট্ট মেয়ের হাতটি ধরে
কলসী কাঁখে জল ভরতে যাচ্ছে।
দিনের শেষে কৃষক বন্ধু
চলছে নিজের ঘর পানে ,
পোষা হাস গুলির প্যাঁক প্যাঁক
ডাক জানাচ্ছে সন্ধ্যা
আগমনে।
স্নিগ্ধ বাতাস ব ই ছে খেয়ালে
গাছ গাছালির ডালে ডালে !
আকাশে সাদা মেঘের আলাপন
কি আনন্দ। এ যেন এক
      "মুক্ত জীবন।"