এই মায়া'র পৃথিবী থেকে  ছেড়ে একদিন জীবনের সব কিছু মায়া কাটিয়ে সবাইকে চলে যেতেই হবে ! বাড়বে সম্পর্কের দূরত্ব !আমায় নিয়ে যাদের ব্যস্ততা পরিবর্তনের নিয়মে ভুলে যাবে !


মিছে বড়াই রূপ অহংকার,অর্থের দম্ভ !মিশে যাবে মাটিতে কিংবা ছাই হয়ে যাবে অহংকারী,দম্ভ নিথর দেহ !দীর্ঘ কর্মফলের শেষকৃত্য পথ যাত্রায়  রেখে যাওয়া কর্ম রয়ে যাবে সবার মাঝে!


ফুটে উঠবে আমার একটু মুচকি হাসি বন্দি বাঁধানো কাঠের ফ্রেমে !শ্রদ্ধার অঞ্জলিতে একটু ফুল, চন্দন আর শুকনো চোখের জল!


ক্ষনিকের পরিচয় গভীর অন্ধকারে  মিলিয়ে যাবে ! পরিচয় শব্দটা শুধুই শব্দই  থেকে যাবে !পৃথিবী থাকবে তাঁর নিজের মতোই !


শুধু আসা যাওয়া রঙ্গ মঞ্চে নাটকের কয়েক খণ্ডের অভিনয়! এ যেন নিদ্রায় হারানো স্বপ্ন !
পড়ে থাকবে মুঠো কয়েক ছাই,হয়তো উড়ে যাবে কোনো এক কালবৈশাখীর খেয়ালি হাওয়ায় !