আনন্দ ধারা
- রামপ্রসাদ (হলুদ ঘাস )


বরর্ষায় কালো মেঘ ,ঝিরি ঝিরি মাটিতে,
হৃদয় মেতেছে আজি সুগন্ধ ভূমিতে!
ন্যাড়া গাছ ভিজে ভিজে জল শুষে শরীরে,
জমা জলে  স্নান করে মাথা নুয়ে ময়ূরে!


হাসি ফোটে কৃষকের আবাদের খুশিতে,
ছোটোদের মাতামাতি  ভিজে জলে  বৃষ্টিতে!
ধূলো মাখা ছোট গাছ ঝক ঝকে সবুজে,
গরু পালে ছাড়ে হাঁক  মেঘে  মেঘে  সাজে!


ঝাঁকে ঝাঁকে চুনো-পুঁটি কিলবিল দীঘিতে,
গৃহবধূ ফুল তোলে  ভেজা লাল শাড়িতে!
ঝিটিকার লাফা-লাফি নব জলে পরশে
ঝোঁপে বসে সোনা ব্যাঙ শিকারের  হরষে !


পাড় বেয়ে জল ঝরে কল কল রবে ,
উঁকি মারে সূর্য সোনা,খানা-দীঘি ডোবে !
এই রূপে মাতে এ  মন প্রকৃতির সাজে,
মনটা আমার হারিয়ে গেল এক পলকের মাঝে !
                  __________________