মনের কোণে মারছে উঁকি,
লজ্জাবতীর পাতায়,
বহিছে খুশি শীতের কুয়াশায়,
পলাশের শাখায় শাখায়,!
আশার নীড় বাঁধছে বাবুই,
সূর্য ওঠার ভোরে !
প্লাবনে ভরেছে আশার কুল
খুশি"র আঁচল ভরে !
ফুলের বাগিচায় রঙের মেলা
গুন গুনিয়ে ভ্রমর,
বরষায় গুমরায় আষাঢ়ের মেঘ
চাঁদনি রাতের প্রহর!
স্বপ্ন-আশা, আশা'র স্বপ্ন,
আধাঁরে সাঁঝের প্রদীপ,
জীবন শুধু জীবনেরই জন্যে
ভাঙ্গনে গড়ে দ্বীপ !