কুয়াশার বেণী বেঁধেছে খেজুর
শালিক বাঁধছে নীড় ,
রসের কলসী কাঁধে নিয়ে চলে
হাজারো স্বপ্নের ভীড় !
সাদা বক শিকার ধরে
সূর্য্য হাসে মনে ,
ভেসে আসে হরির ধ্বনি
শোনে মর্ত্য জনে !
কাগজ ওয়ালা হাঁক দেয়
বেকারত্বের ফোটে হাঁসি,
আপন মনে গাইছে গান
নাম হীন এক পাখি !
ঝলমলিয়ে সবুজ ক্ষেত
সোনালী রোদ মেখে,
কৃষক বন্ধু আছড়ায় ধান
লক্ষী পাওয়ার সুখে !
সোনার বাংলার, সোনার রূপ
গর্বে ভরে এ মন।
জন্মাতে চাই এই বাংলায়
মাগো,সাত জনম জনম !