সকালের চা,ব্যাস্ততার পাশাপাশি
তুমিই প্রথম  খুশি!
ভরিয়ে তোলো বেকারের হাসি
নিয়ে কর্মখালি!
অটুট বন্ধনে বাঁধছো হৃদয়,
স্বপ্ন রাশি রাশি!
বইছো কান্না-হাসি,দুঃখ-গ্লানি
আর লাঞ্ছনার স্মৃতি
কখনও নগরী উন্নয়ন,ভূত-ভবিষৎ
চলতি রাজনীতি!
দেখেছো নীতির উত্থান-পতন,
বীরের সাহাসিকতা !
হেসেছো,স্পষ্টভাষীর নির্মম শাসন,
হারাচ্ছে মানবিকতা !
গুমরে কাঁদছে ধর্ষিতা নারী
নেই প্রকৃত বিচার !
আছো কেমন,রাখেনা তোমার খবর
শুধুই অত্যাচার ....!
তুমিই স্পষ্টবাদী,তুমি উদার,তুমি দুই টাকার কাগজের পত্রিকা!