স্বপ্নময় জীবনে ছন্দ পতন
দিশেহারা সীমাহীন আর্তনাদ,
অস্তির মন উদভ্রান্ত চিন্তা
শুকনো লাল চক্ষু।
অপেক্ষায় প্রহর বিনিদ্র রাত্রি
ডায়েরির শেষ পাতায়।
দুঃস্বপ্নের কারাগারে বন্দী জীবন
জ্যোৎস্নায় উত্তাল সমুদ্র,
দুঃসহ যন্ত্রণায় ক্রমাগত বিধ্বস্ত
গাণিতিক হিসেবে এলোমেলো।
ক্রমশ ক্ষীণ দীপ্তমান স্বপ্ন
নিশি বেলায়  প্রহর।
মেঘে ঢাকা কালো চাদরে ।(সপ্তপদী কবিতা)