শিশিরের সমাগম মুক্ত আকাশ,
হালকা শীতল বায়ু,পুজোর আভাস !
ছোটদের কোলাহল,মায়ের আগমনে,
অসুর  নিধন করো মাগো,তোমার ত্রিনয়নে !
তুমিই আমার মাতৃ মুখ,অন্ধকারের আলো,
ডুবে আছি মা অন্ধকারে,হাজার প্রদীপ জ্বালো !  
বছর ঘুরে এল সেই দিন,তোমায় পাওয়ার সুখে !
নতুন কিছু চাওয়া পাওয়া,জমে আছে বুকে !
আগমনে দেবো তোমায়,রঙ্গিন বাতির  ফুলঝুরি,
অপরাধীকে বিনাশ করার ,আইন হয়েছে চুরি!
চীনা আলো নয় ,চাই প্রদীপের আলো ....,
মহান আমার দেশ,জ্বালো আরো প্রদীপ জ্বালো!
ওই আগুনে ছাই হয়ে যাক সব রাগ অভিমান ,
জন্ম ভূমিকে রাখবো মুক্ত,দেহে থাকতে প্রাণ !