ধূসর স্বপ্ন
- রামপ্রসাদ (হলুদ ঘাস )


পুতুল পুতুল খেলার মাঝে
সাজানো তাসের ঘর
কুঁড়ি থেকে ফুটতেই ফুল
আপনই করে পর!


জীবন আহূতিতে ঝলসায় মন
নদী মিশে মোহনায়,
গাঁথি মনে বিনী সুতোর মালা
জোয়ারে ভরেছে যমুনা'য়


নাচছে ময়ূর পেখম তুলে
কৃষ্ণের প্রেমে রাই,
সুখের ঘরে লাগলো আগুন
গাঁথামালা পুড়ে ছাই!


ওজনে মাপা প্রলেপ প্রেম
ঝরে যায় অকালে ,
শত তালি পরনে শাড়ি
ক্ষুদায় আগুন জ্বলে !


রূপের মোহে সমাজের সাধু
কামনার করে গ্রাস,
আজ পতিতা,লালসার ভোগে
জীবন্ত এক লাশ !


বিলিয়ে দেহ-মন,খুইয়ে সম্ভ্রম
নিশীথ রাতের পরী,
চোখের জলে মোছে কাজল
আমি নষ্ট নারী.....!