এপার ওপার
- রামপ্রসাদ (হলুদ ঘাস )
কানায় কানায় ভরেছে নদী ঢেউ খেলে পাড়ে,
ভেসে আসে অতীত স্মৃতি,মনে কড়া নাড়ে!
ডাক ছাড়ে ওই পারে বেলা যে এলো পড়ে ,
মাঝি ভাই খেয়া দাও, সাঁঝ পাখি  ফেরে নীড়ে!


ঢেউয়ের খেলায় কাটলো বেলা,ফিরছে মায়ের কোলে,
কাদা মাখা ছোট মাছ আনন্দে হামাগুড়ি খেলে!
সারি সারি  কাঁকড়ার দল পরে লাল ঝুঁটি
হারাতে নেই মানা শুধু ছুটি আর ছুটি !


হাল মারে মাঝি ভাই ছল ছল জল,
ছোঁ মারে গাং চিল শিকারীর দল !
খেঁয়া ঘাটে শ্যামলা মেয়ের চোখেতে কাজল,
ঝাপটা জলে  ভেজায় শাড়ি, ওড়ে তাঁর আঁচল !


ভেসে  চলে সাদা মেঘ দক্ষিণের বাতাসে  ,
উঁকি মারে  চাঁদ মামা পশ্চিম আকাশে !
জীবন নদী বহে চলে আপন আপন মনে,
আসা-যাওয়া নিত্য  লীলা ভাবায় প্রতিক্ষনে  !!