ভেসে চলে ক্লান্ত মেঘ
ডানা মেলে ওড়ে পাখি।
হাক দিয়ে দিয়ে করে ফেরি
জনে জনে আনে ডাকি !


প্রখর রোদ,দারিদ্রতার ছায়া.
স্বপ্ন আঁকে ঝাপসা চোখে,
ক্ষুদার আগুনে জ্বলছে পরিবার
চাপা হাসিতে রেখেছে ঢেকে !


আছে রকমারি খুবই দরকারি..
বেলা যে এলো পড়ে,
মারণ রোগে দুষছে সবাই
অকালে জীবন যাচ্ছে ঝরে।


প্রকৃতির তোপে ভাঙছে পিঞ্জর
অনাহারে জ্বলছে উদর,
নীরবে দাঁড়িয়ে আকাশ পানে
আর কাটবে কত  প্রহর....?


গৃহিনী তাঁর আছে পথ চেয়ে,
আঁধার এল ঘিরে.......!
দুঃখের অশ্রু ছাপায় দুইকুল
স্বপ্ন হারায় তীরে।


আঙিনায় বসে তাকিয়ে দূরে
প্রিয় জনের পথ চেয়ে,
মুঠো মুঠো হাসি শুষ্ক ঠোঁটে
আশার পরশ যায়যে ছুঁয়ে।


জীবন শুধুই ভোরের স্বপ্ন..,.
নিমিষেই যায় হারিয়ে
পদ্মপাতার জল করে টলমল,
চোখের জলে ভরিয়ে!