ধৰ্ম আমায় শিখিয়েছে, সত্যের উপাসনা ,
ধর্মের সাজে বক ধার্মিক শুধুই বিড়ম্বনা !
শিক্ষা আমায়  শিখিয়েছে এই ....
মানুষ করেছে পরিবর্তন ,
শান্তির খোঁজে ঘুরে বেড়াই
ঘুচাতে দুঃখের আবরণ !
নিষ্ঠা -  সততা আজ পদদলিত ,
বিক্রি খোলা বাজারে ....:
কালো টাকা দিলে পাবে সব কিছুই
পাবে হাত তালি হাজারে ...!
বাচন আর দাঁড়ির ফ্যাশন ,
খ্যাতি - গুন ,ছড়াবে দ্বিগুন .....
জানবে সব ন্যাশন !
এখনো পূজ্য ,মোদের কাছে ..
শ্রীকৃষ্ণ ,শ্রীচৈতন্য ,
জাগ্রত হোক বিবেক মোদের ,
জীবন হোক ধন্য !
মেকি জোতিষী ,সাধুর ভিড়েতে,
টিভি ,সংবাদ ঠাসা ,
কাছে এসো,সব গোল মিটে যাবে,
আমিই "সাধু" খাসা ....!!!!!!