দিন ঝলমল,সোনালী ফসল,
খুশিতে সাদা মেঘ !
দক্ষিণ হাওয়া,করে আসা যাওয়া
মধুর এ পরিবেশ !
দীঘিতে পদ্ম,ফুটেছে সদ্য
কলমি দোলায় মাথা!
জল থই থই ,টোপ দেয় কই ,
হরষে শুধু মাতা !
ছোট পিপীলিকা,সাথে নিয়ে সখা,
মুখেতে বোঝা টানে !
কোকিলের আশা কাকের বাসা
স্বপ্ন দেখে মনে!
লজ্জাবতীর মুখ,পেতে সর্ব্ব সুখ,
সোনালী আলো মেখে !
দলবেঁধে ছোটা ছুটি,খুশিতে লুটোপুটি,
ছোটরা উঠেছে মেতে !
ভ্রমরের গুঞ্জনে,প্রজাপতি আনমনে ,
মেলেছে রঙ্গিন পাখনা ,
নোটন পায়রায় ,খুঁটি খুঁটি খায়,
লুটছে শস্য দানা !