শিশিরের সমাগম,মুক্ত আকাশ,
হালকা শীতল বায়ু পুজোর আভাস !
ছোটদের কোলাহল ,মায়ের  আগমনে,
অসুর  নিধন করো মাগো তোমার ত্রিনয়নে ,
বহু রূপে মা যে আমার,অন্ধকারের আলো
এসো মা তাড়াতাড়ি.হাজার প্রদীপ জ্বালো !
আট থেকে আশি ,সবার মুখে হাসি,
ছোটদের হই চই আর নাচা- নাচি !
বাবা তুমি এনে দাও,পটাকা-  ঝুর ঝুরি
আনন্দে মতোয়ারা,বাড়ির সবাই।
মাগো তুমি বিনাশ করো,দেশের সন্ত্রাসী,
রাজনীতিকে ধংস করে মনে আসুক প্রীতি !
চীনা আলো নয়,চাই প্রদীপের  আলো,
মহান আমাদের দেশ,জ্বালো আরও প্রদীপ জ্বালো !!
তুমিই মা কালী,তুমিই শ্যামা মা,
তুমি মোদের কল্যাণময়ী করো মোদের ক্ষমা।