বিচলিত মন ,মেঘলা আকাশ,
কবি গুরুর প্রতিচ্ছবি করেছে বিকাশ,
সবুজ সবুজ  ঘাস আর সারি সারি ঘর,
দমকা  বাতাস,জানেনা কে আপন পর !
ক্লান্ত রাখাল ,আনমনে  বসে
করছে নজরদারি,
ঘুঘু  পাখী জানিয়ে  যায়...
ঘরে ফের তাড়াতাড়ি !
এই আমাদের গ্রাম,সবুজে সবুজে মোড়া
তুমিই আমার হৃদ স্পন্দন ,
হাজারো রূপে গড়া...!!!
তুমিই বাংলার  মান..তুমিই বিশ্বজয়ী.
আছো  হৃদয়ের মাঝে !
তোমার ছন্দে,তোমার গানে
সবার প্রাণেতে বাজে!
হৃদয়ে আছো তুমি,প্রতি পদে পদে,
তুমিযে বিশ্ব কবি  স্মৃতি  হয়ে  রবে !!!