মেঘ কালো,আঁধার কালো,আকাশের রং নীল
স্বপ্ন সাগরে বাঁধি ঘর,আকাশে ওড়ে চিল,
আঁধার হলো,সাঁঝের বেলা,নীড়ে ফেরে পাখী,
মায়ে ডাকে বাড়ি ফেরো,করে হাঁকা হাঁকি !
দিনের শেষে নিঝুম দেশে মায়ের আঁচল ধরি,
বৃক্ষ তলে ,আপন মনে, সুরে মজে বৈরাগী !
খাবার খোঁজে নিরুদ্দেশে বাদুড়ের এক দল
ফিরবে  নীড়ে ওই আধাঁরে,নিশাচরের ছল!
আজান পড়ে নদীর পাড়ে ,ক্রুশবিদ্ধ যীশু,
হরির নামে হরিজনে ,মাতায় বৈষ্ণবী শিশু!
গৃহ বধূ  তুলসি তলায় জ্বালায় সন্ধ্যে বাতি,
উঠোনে বসে ঠাকুমা-য় গল্প শোনে  নাতী !