ভোরের স্বপ্ন ...
খোলা জানালা দক্ষিণ হাওয়ায় মেতেছে প্রকৃতি আপন মনে ,
জানালার খটখটিটা জীর্ণ প্রায় ....
সইছেনা জানালার কপাটের আঘাত !
মাঝে মাঝে ভেসে আসছে পায়রা দলের পাখার ঝড় ঝড় শব্দ !
মনে কেমন নাড়াদিল কৌতহলে পৌঁছলাম জানালার পাশে ..
পুরোনো ধুলো ভর্তি টেবিল, পাশে হাতল বিহীন চেয়ার ,খোলা আছে পুরোনো পান্ডু লিপি বাতাসে পাতা একের পর এক কখনো সামনে , কখনো পেছনে ,যেন অতীত থেকে বর্তমান আর ভবিষ্যতের মূল্যায়ন,
বাদামি রঙের খসখসে পাতার গুমোট গন্ধ !
হালকা আলোয় উল্টোনো পাতায় শাহজাহানের তাজমহল,মুঘল সাম্রাজ্যের পতন ,ইংরেজদের শাসন,বিপ্লবীর আত্মত্যাগ ,স্বাধীনতার বন্দেমাতরম উল্লাসের স্লোগান!নামলো সাঁঝের অন্ধকার হারিয়ে গেল স্বাধীনতার উপভোগের স্বপ্ন !জেগে দেখি স্বাধীনতা নামক শব্দ সবার মুখে মুখে কিন্তু খুঁজে পেলাম না !