জন্মভূমি
- রামপ্রসাদ (হলুদ ঘাস )


বাংলা আমার মাতৃ কোল
বাংলা আমার স্বপ্ন,
বাংলা ভাষা হৃদয় জুড়ে
জীবন মোদের ধন্য !


গড়ছে কুমোর মাটির কলশী
কামারে পেটায় লোহা ,
কৃষক ফলায় সোনার ফসল
বাংলা মায়ের দোয়া !


ভোলায় বাউল একতারা'তে
বুনছে তাঁতি শাড়ী ,
ঝিঁ-ঝিঁ পোকায় সুধায় গান
জোনাকির সারি সারি !


সবুজ মাঠে গরুর পাল
ডালে ডাকে পাখি ,
ছোটদের দৌড় ঝাঁপ
গুন গুনিয়ে মক্ষি!


শিউলির সুভাষে মাতে মন
দুগ্গা পূজায় ঢাকি ,
কালী পুজোয় আলোর রাশি
প্রীতি বন্ধনে রাখী!


শত বিদুষি মায়ের কোলে
ভুলেছে মাতৃ ভূমি,
সঁপে দেহ-মন দিয়েছে বিসর্জন
ভূমিকে করেছে ঋণী!


শত বীর উন্নত শির
চরণে লুটায় মাথা
রাখতে মান শহীদের প্রাণ
হাজারো স্মৃতির গাঁথা!


সবুজের হাসি,রাখালিয়া বাঁশি
জন্মেছি  এ বাংলায়,
আমি ভারতবাসী স্বপ্ন রাশি-রাশি
গর্বে বুক ভরায় !
👍👍👍👍👍👍👍
"বহু জাতি এক প্রাণ
বহু ভাষা এক গান
বৈচিত্র্যের মধ্যে একতায়,
আমার দেশ মহান।"