গর্জায় মেঘ হটাৎ নিশুতি এক  রাতে.........
কুঁড়ে ঘরের পরিবার,বিনিদ্র রাত্রি জাগে !
ক্ষিদের জ্বালায় কোলের শিশু,কাঁদে বারে বারে,
দুঃখিনী মা স্নেহের আঁচলে নেয় বুকে তারে !
অঝোর ঝরে বহিছে প্লাবন ডুবছে উঠোনের জবা,
ওঠেনি সূর্য ,পড়েনি প্রভাব,উছলায় খানা- ডোবা !
মাথার ছাতা ফুটোয় ভরা,ক্ষয়ে যায় মাটির ঘর,
দিন মজুরী আছড়ায় জলে কাটবে কত প্রহর ।
ভাটার টানে সূর্য স্নানে,আসবে সুখের দিন-ই,
দিগন্ত ছড়িয়ে ভরবে আলো প্রকৃতি করবে ঋণী !
অকাল বৃষ্টি ,প্রকৃতি দূষণ ,তারই ফলাফল ,
প্রকৃতির মার কাতরিমায়,চোখ ফেটে ঝরে জল  !
                             ।।।। তাই।।।।
গাছ লাগাবো ,দেশ বাঁচাবো,গাছ'ই আমাদের প্রাণ
কাটবনা গাছ আপন তাগিদে ,রাখবো তাঁর মান !