একলা  আমি,তিনে মিলে আমরা..
ঐক্যতাই সমাজ গড়ে..
আমার কর্ম ,সবার ধৰ্ম,গ্রাম থেকে বাংলা.....,
বিভেদের দেওয়াল নড়ে !
মুখে বলি নিরেপেক্ষ..বিবেকের আড়ালে
ধৰ্ম নিয়ে করছো খেলা,ভূলেতে ডূববে ভেলা ...
আপন ধৰ্ম  হারালে  ....?
ধর্ম নিয়ে রাজনীতি ,নিজ ধর্মে  হও ব্রতী ,
আমরা যে নিরেপেক্ষ  ,রাখবো বাংলার  মান !
নানা পেশা, নানা ভাষী ,এখনো  ইতিহাস স্মৃতি ,
গড়ছে নগরী,উন্নয়নের দিশারী
তবু  কেন ভেদাভেদ ....?
নেইকো হিসাব ,হয়েছে বিকাশ ,
ফুটুক হাসি কৃষকের ,
বাংলার মাটি,উন্নয়নের খুঁটি,ভরুক সোনার ক্ষেত!